Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাল ‘পাগালপান্তি’ মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

আগামীকাল ‘পাগালপান্তি’সহ বলিউডের চারটি ফিল্ম মুক্তি পাবে। অন্য তিনটি হল- ‘রাম প্রসাদ কি তেহরবি’, ‘রিমেম্বার অ্যামনিশা’ এবং দোস্তি জিন্দাবাদ। প্যানোরামা স্টুডিয়োস এবং টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে কমেডি ফিল্ম ‘পাগলপান্তি’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, অভিষেক পাঠক এবং কুমার মঙ্গত পাঠক। আনিস বাজমির পরিচালনায় অভিনয় করেছেন জন আব্রাহাম, ইলিয়ানা ডি’ক্রুজ, পুলকিত সম্রাট, কৃতি খারবান্ডা, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, উর্বশী রৌতেলা, সৌরভ শুক্লা, জাকির হুসেন, বৃজেন্দ্র কালা এবং মুকেশ তিওয়ারি। সঙ্গীত পরিচালনা সাজিদ আলি, ওয়াজিদ আলি, ইয়ো ইয়ো হানি সিং, তনিষ্ক বাগচী এবং হিমেশ রেশম্মিয়া। কমেডি ফিল্ম ‘রাম প্রসাদ কি তেহরবি’ মুক্তি পাবে জিয়ো স্টুডিয়োসের ব্যানারে। মনীশ মুন্ডা ফিল।মটি প্রযোজনা করেছেন। সীমা পাহভার পরিচালনায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, সুপ্রিয়া পাঠক, কঙ্কনা সেন শর্মা, বিক্রান্ত মাসসি, বিনয় পাঠক, মনোজ পাহবা এবং পরমব্রত। সঙ্গীত পরিচালনা করেছেন সাগর দেসাই। শ্রেয়া সিনে ভিশনস প্রেজেন্টস এবং বিগ কার্টেন মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যানারে ‘দোস্তি জিন্দাবাদ’ মুক্তি পাচ্ছে। রোমান্স ড্রামাটি প্রযোজনা করেছেন শৈলেস মহেশ্বরী, শ্রুতি মহেশ্বরী এবং আশিস মহেশ্বরী। পার্থ ঘোষের পরিচালনায় অভিনয় করেছেন দেব শর্মা, সাকশি মাগ্গো, রাহুল চৌধারি, অপূর্ব নাইন, আব্বাস খান, সাবিহা আতরওয়ালা, শক্তি কাপুর, মোহন জোশি এবং আয়ুব খান। সচিন আনন্দ এবং বিশ্বজিত ভট্টাচার্জির সঙ্গীত পরিচালনা। রবি গডসে’র পরিচালনায় রোমান্স থ্রিলার ‘রিমেম্বার অ্যামনিসিয়া’য় অভিনয় করেছেন দিলীপ রাউ, শ্রুতি মারাঠে এবং তোবাহ ফেল্ডশাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ