ঈদে বাড়ি ফেরা নিয়ে সচেতনতামূলক তথ্যচিত্রে রিয়াজ

ঈদে বাড়ি ফেরা নিয়ে জনসচেতনতামূলক একটি তথ্যচিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। বাড়ি ফেরা নিয়ে প্রতিবারই
বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সিনেমায় কাজ করছেন বাংলাদেশের চিত্রনায়িকা জয়া আহসান। গত কয়েক বছর ধরে সেখানের পরিচালক সৃজিত মুখার্জির সাথে তার প্রেমের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়ায়। তবে চল্লিশ পেরোনো এই অভিনেত্রী জানান, আগামী বছর তিনি বিয়ে করবেন। এখন প্রেম করছেন বাংলাদেশের একজনের সঙ্গে। তিনি শোবিজের কেউ নন। জয়া নিজেই ভারতের একটি পত্রিকাকে বলেছেন, আমি প্রেম করছি। যার সঙ্গে স¤পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। উল্লেখ্য, জয়া এখন কলকাতায় ব্যস্ত আছেন কৌশিক গাঙ্গুলির পরিচালনাধীন সিনেমা অর্ধাঙ্গিনীর শুটিং নিয়ে। গত সেপ্টেম্বরে শুটিং করেছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ভূতপরী নামে একটি সিনেমার। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত রবিবার। এতে প্রথমবারের মতো প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন জয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।