Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

২শ’ শিশু চিকিৎসকের হেনস্থার শিকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

৬৮ বছর বয়সী জোয়েল লে স্কোয়ারনেক নামের ফ্রান্সের অবসরপ্রাপ্ত এক শৈল্য চিকিৎসকের বিরুদ্ধে ২০০র বেশি শিশুর ওপর যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৭ সালে প্রথমবারের মতো প্রতিবেশী ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে দু’শোরও বেশি শিশুকে যৌন নির্যাতনের খবর। তদন্তে চিকিৎসকের একটি গোপন ডায়রি পাওয়া যায়, যেখানে ২০০’র বেশি শিশুকে যৌন নির্যাতন চালানোর বর্ণনা লিখে রেখেছেন তিনি। প্রসঙ্গত, এসব ঘটনায় ১৮৪ জন নির্যাতিত চিকিৎসকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছে যার মধ্যে ১৮১ জনই শিশু অবস্থায় তাদের ওপর চালানো নির্যাতনের কথা জানিয়েছেন। আগামী বছরের মার্চে চিকিৎসকের বিরুদ্ধে বিচারকাজ 

শুরু হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ