ছাত্রীকে যৌন হয়রানি অভিযুক্ত সেই শিক্ষক বহিষ্কার
হাতিয়া উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রী (১৬)কে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনির উদ্দিনকে বহিষ্কার করেছে বুড়িরচর ইউনিয়নের আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি।
যশোর ও খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় যাত্রী পরিবহণ চলাচল এখনো চালু হয়নি। ঢাকায় শ্রমিক ফেডারেশনের বৈঠক চলছে। সিদ্ধান্ত জানা যাবে বিকালে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে ট্রাক, কাভার্ড ভ্যানসহ পণবাহী পরিবহণ চলাচল শুরু হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাস্তায়।
ঢাকার বৈঠকে যোগদানকারী যশোর পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতা হারুণ অর রশীদ জানান, নেতৃবৃন্দ ১১টার পর থেকে আলাপ-আলোচনা করছেন। এখনো ঠৈক চলছে। নিদ্ধান্ত ৪টা নাগাদ পাওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।