ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিল, মা পড়লেন নিচে শিশু ট্রেনে

ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী।
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে।
শহরের ভুরুলিয়া এলাকায় রেলব্রিজ এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তাররিত নাম-পরিচয় জানা য়ায়নি।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ওই ব্যাক্তি স্থানীয় ভুরুলিয়া মার্কাজ ব্রিজ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসে কাটা পড়েন।
“এ সময় তার মাথা বিচ্ছিন্ন হয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায় এবং শরীর ব্রিজের উপর আটকে ছিল।তার পরনে ছিল এবং প্রিন্টের লুঙ্গি।”
খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।