Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাণীশংকৈলে ২৬,২৭৫ জন কৃষকের মধ্যে ২৫৩৮ জন কৃষকের ভাগ্য লটারীর মাধ্যমে পরিবর্তন হল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৯, ৮:৩৮ পিএম

২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে আমন চাষীদের ১ টন করে আমন ধানের বরাদ্দ হয় লটারীর মাধ্যমে। কৃষি অফিস সূত্রমতে, উপজেলায় ২৬২৭৫ জন কার্ড ধারী কৃষকের মধ্যে ২৫৩৮ জন কৃষক লটারীর মাধ্যে ১টন ধানের বরাদ্দ পেল।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সামান্য বরাদ্দ হওয়ায় কৃষকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌর সভা সহ সারা উপজেলায় ২৬ হাজার ২৭৫ কৃষকের মধ্যে সামান্য ২ হাজার ৫৩৮ জন কৃষক বরাদ্দ পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ