চৌগাছায় নববধূ ধর্ষণের অভিযোগে আটক ২
যশোরের চৌগাছায় এক নববধূ (১৮) ধর্ষণের অভিযোগে শহিদ আলী (৩২) ও আব্দুল করিম (৩৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষিতা
বরিশালে কোস্টগার্ড ও জেলা প্রশাসনের পৃথক অভিযানে ১৮ মণ জাটকা জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।
জব্দ করা জাটকার মধ্যে কীর্তনখোলা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি নৌযান থেকে ১০ মণ জাটকা জব্দ করে।
অপরদিকে নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ৮ মণ জাটকা জব্দ করা হয়। জব্দ করা ১৮ মণ জাটকা বুধবার রাতেই নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।