Inqilab Logo

ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩ আশ্বিন ১৪২৭, ১০ সফর ১৪৪২ হিজরী

ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-মাইক্রোর সংঘর্ষে নিহত ১০জন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৯, ৬:৩০ পিএম | আপডেট : ৭:০৪ পিএম, ২২ নভেম্বর, ২০১৯

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার দুপুরে যাত্রীবোঝাই বাস ও মাইক্রোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে দশ জন নিহত হয়েছে। দুপুর ২ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোর চালক ও যাত্রী। এদের মধ্যে মাইক্রো চালক ছাড়া বাকীরা একই পরিবারের।
হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল বাতেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস ও জেলার লৌহজং উপজেলার কনকসার থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মাইক্রোর মধ্যে মুখোমুখি এ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ৬ জন ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ২ জন মারা যান। নিহতদের নাম এখনও জানা যায়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা-মাওয়া মহাসড়ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ