Inqilab Logo

ঢাকা, শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬, ১৫ রবিউস সানি ১৪৪১ হিজরী

মার্কিন কমেডি সিরিজে প্রীতি জিন্তা

| প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

প্রীতি জিন্তা অভিনয়ে ফিরেছেন, তবে বলিউডে নয়, আমেরিকান টিভি সিরিজ ‘ফ্রেশ অফ দ্য বোট’-এর আসন্ন পর্বে তিনি অতিথি ভূমিকায় শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। তিনি এই সিরিজে অংশ নেয়া সম্পর্কে সোশাল মিডিয়াতে লিখেছেন: “অবশেষে শুরু হল. . . ‘ফ্রেশ অফ দ্য বোট’-এর শুটে অংশ নিতে লোকেশনে এলাম। প্রথম দিনের শুটে অংশ নিয়েছি আর এখনও বেঁচে আছি একটুও ঘাবড়ে যাইনি বা কাঁপিনি. . . এই একটা ছবি। একটি দৃশ্য যে নবাগতের অনুভূতি দিতে পারে তা অদ্ভুত লাগছে। উপভোগ করছি এবং সব শিখে নিচ্ছি।” মেক-আপ রুমের আয়নায় তোলা একটি সেল্ফি শেয়ার করেছেন তিনি। ৯০ দশকের পটভূমিতে ‘ফ্রেশ অফ দ্য বোট’ এক হিপ-হপ ভক্ত কিশোর এডি হুয়াং এবং তার পরিবারের গল্প, যারা অরল্যান্ডো এ আমেরিকার শহরতলী জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেবার চেষ্টা করছে। এখন ‘ফ্রেশ অফ দ্য বোট’-এর ষষ্ঠ মৌসুম চলছে। এই সিটকমটি ছাড়াও প্রীতি সালমান খানের ‘’দাবাং থ্রি’তে অতিথি ভূমিকায় অভিনয় করেছেন।প্রীতিকে বলিউডের ২০১৭’র ‘ভাইয়াজি সুপারহিট’ ফিল্মে সর্বশেষ দেখা গেছে। এছাড়া তিনি ২০১৫তে স্টার প্লাসের ‘নাচ বালিয়ে’র ৭ম মৌসুমে বিচারক হিসেব অংশ নিয়েছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন