Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়া যুদ্ধে ২৯ সহস্রাধিক শিশু নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 ২০১১ সাল থেকে সিরিয়া যুদ্ধে এ পর্যন্ত ২৯ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।

বুধবার বিশ্ব শিশু দিবস উপলক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানায়, আসাদ সরকার ও ইরান সমর্থিত সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে ২২ হাজার ৭৫৩ জন শিশু নিহত হয়েছে। অন্তত ১৮৬ শিশু সরকারের রাসায়নিক হামলায় নিহত হয়েছে এবং ৩০৫ শিশু অপুষ্টি ও ওষুধ স্বল্পতায় মারা গেছে।

রাশিয়ার বাহিনী আসার পর তাদের হাতে ১ হাজার ৯২৮ জন, সিরিয়ার বিরোধী বাহিনীর হাতে ৯৮৪ জন, আইএসের হাতে ৯৫৬ জন, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের হাতে ৯২৪ জন ও কুর্দি সন্ত্রাসীদের হাতে ২১৪ জন শিশু মারা গেছে। এ ছাড়া ৫ হাজার ৩৪ জন শিশু আটক রয়েছে। এদের মধ্যে আসাদ সরকারের হাতে ৩ হাজার ৬১৮ জন এবং কুর্দি সন্ত্রাসীদের হাতে ৭২২ জন। অন্তত ৩২৬ শিশুকে আইএসের নিয়ন্ত্রণাধীন এলাকায় ধরে রাখা হয়েছে। সিরিয়াতে ২০১১ সালে আসাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকামীদের বিক্ষোভে শুরু হওয়ার পর থেকে গৃহযুদ্ধ চলে আসছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী সিরিয়া যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। এ ছাড়া ১ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুৎ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ