Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুবলীগের নতুন নেতৃত্বের কাছে নেটিজেনদের যে প্রত্যাশা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ১০:০৩ পিএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তাদের সফলতা কামনা করে নানা আশাবাদ ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের সপ্তম কংগ্রেসের (সম্মেলন) কাউন্সিল অধিবেশনে তারা নির্বাচিত হোন। শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক।

ফেইসবুকে অসীম রায় লিখেছেন, ‘‘বঙ্গবন্ধু পরিবারের কাছে বাংলাদেশ সবসময়ই নিরাপদ!অভিনন্দন রইলো!যতোটা গুরুত্ব এবং বিচক্ষণতা দেখানো হয়েছে কেন্দ্রীয় কমিটি ঘোষণায় ঠিক ততোটা গুরুত্ব এবং বিচক্ষণতাই যেনো দেখানো হয় প্রতিটি ইউনিট ঘোষণার বেলায়! সাধারণ মানুষতো তৃণমূল-নির্ভর!’’

মো. রুবেল সরদার লিখেছেন, ‘‘প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ফিরে আসবে, ইনশাআল্লাহ্।’’

শহীদুল ইসলাম লিখেছেন, ‘‘যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ কামনা সবসময় তাদের জন্য।’’

‘‘পিতার হাতে গড়া সংগঠনে দীর্ঘ চার দশক পরে পুত্রের দায়িত্বভার গ্রহণ। যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসান খান নিখিলকে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।অভিনন্দন ও শুভেচ্ছা’’ লিখেছেন সাইফুল ইসলাম।

কাইয়ুম আহমেদ তানিম লিখেছেন, ‘‘যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ নব-নির্বাচিত চেয়ারম্যানের কাছে জনগণের ও নেতাকর্মীদের প্রত্যাশা অনেক। অভিনন্দন।’’

অভিনন্দন জানিয়ে কামরুল হাসান লিখেছেন, ‘‘প্রত্যাশা বাংলাদেশ আওয়ামী যুবলীগের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার হবে।’’

‘‘অভিনন্দন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ও যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসান খান নিখিলকে। আপনাদের সংগ্রামী নেতৃত্বে অতীতের গ্লানি মুছে যুবলীগ এগিয়ে যাবে আরো অনেক দূরে’’ এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সোহেল ম্রিধা।

আবুল হাসানাত লিখেছেন, ‘‘অভিনন্দন! আশা করি উনাদের মাধ্যমে শৃঙ্খলা, সততা ও গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসবে।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ