Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঈদে বিশেষ সঙ্গীতানুষ্ঠান আতিফ আসলাম নাইট

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এটিএন বাংলায় ঈদ-উল ফিতর এর বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের পরের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্রচার হবে বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলামের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট’। অনুষ্ঠানে আতিফ আসলাম ছাড়াও থাকবে আকৃতি কাক্কার, মমতা শর্মা ও সাব্বির খান এর কণ্ঠে জনপ্রিয় সব গান। অনুষ্ঠানের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আরাহা হু মে’. ‘জুদা হোকে ভি’, ‘দূরি সাহি যায়ে না’, ‘পেহলি নজর মে’, ‘জিনে লাগা হু’, ‘তু জানে না’, পিয়া ওরে পিয়া’, ‘হোনা থা পেয়ার’, ‘লাবো কো’ ইত্যাদি। হিন্দি এসব গানের পাশাপাশি শিল্পীদের কণ্ঠে থাকবে জনপ্রিয় সব বাংলা গান। গত ২৯ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হয় ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট। এটিএন এন্টারটেইনমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা সমগ্র অনুষ্ঠানটি ধারণ করে। এ অনুষ্ঠানটিই এবারের ঈদে প্রচার হবে। দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে বিশেষ সঙ্গীতানুষ্ঠান আতিফ আসলাম নাইট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ