Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ০২ কার্তিক ১৪২৬, ১৭ সফর ১৪৪১ হিজরী

মিলন ও সুবর্ণা মুস্তাফাকে নিয়ে ঈদের নাটক টাকা

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শফিকুর রহমান শান্তনুর রচনা ও সকাল আহমেদের পরিচালনায় সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘টাকা’। জান্নাতুল টুম্পা প্রযোজিত নাটকটিতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আনিসুর রহমান মিলন, নাবিলা ইসলাম প্রমুখ। নাটকের গল্পে দেখা যায় দিপু (আনিসুর রহমান মিলন) সাহেবের বাসায় হঠাৎ করেই একজন ভদ্রমহিলা (সুবর্ণা মুস্তাফা) চলে আসে। হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে মধ্যবয়সী মহিলা। হাতে একটা ট্রাভেল ব্যাগ। মহিলা দিপুর কাছে সাহায্য চায়। দিপু কি করবে বুঝেউঠতে পারে না। তার স্ত্রী (নাবিলা ইসলাম) ভেতরের রুম থেকে এসে দেখে এই অবস্থা। মুহূর্তেই মহিলা সেন্সলেস হয়ে যায়। মহিলার পাশে থাকা ব্যাগটি খুলে দিপু ও তার স্ত্রী তো অবাক! ব্যাগভর্তি এক হাজার টাকার নোট ভর্তি। কি করবে দিপু ও তার স্ত্রী? ঘটতে থাকে একের পর এক ঘটনা। এমন এক গল্পের নাটক ‘টাকা’। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘এই ধরনের গল্পে এবারই প্রথম কাজ করলাম। নাটকের গল্পটা বেশ ভালো। নিজের চরিত্রটি অন্যরকম লেগেছে বলেই কাজ করেছি।’ আনিসুর রহমান মিলন বলেন, ‘নাটকটির গল্পে একটা স্পিরিট আছে। প্রতিটি মুহূর্তেই গল্পে একটা সাসপেন্স রয়েছে। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশাকরি দর্শকরাও বেশ মজা পাবেন।’ ঈদে নাটকটি একটি চ্যানেলে প্রচার হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন