Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলম গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ৩:৪০ পিএম

শিল্পপতি ও বিএনপি নেতা শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর গোলপাহাড় মোড়ের কার্যালয় থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হুদা দৈনিক ইনকিলাবকে বলেন, অর্থ আত্মসাৎ মামলায় দুটি সাজা পরোয়ানামূলে মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুল আলমকে গ্রেফতার করা হয়েছে। টাকা আত্মসাতের অভিযোগে মেঘনা গ্রুপের দায়ের দুটি মামলায় শামসুল আলমের সাজা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন। এরপর কিছুদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৪ সালের নির্বাচনের পর থেকে শামসুল আলম আর রাজনীতির মাঠে সক্রিয় নন বলে জানান দলের নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামসুল আলম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ