Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্বাচনে যাই হোক হংকং চীনের অংশ : পররাষ্ট্রমন্ত্রী

হংকংয়ের স্থানীয় নির্বাচনে ভ‚মিধস জয় গণতন্ত্রপন্থীদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

হংকং-এর স্থানীয় নির্বাচনে ভ‚মিধস জয় পেয়েছে অঞ্চলটির গণতন্ত্রপন্থীরা। প্রায় ৯০ শতাংশ আসনে বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে তারা। বিপরীতে দৃশ্যত ভরাডুবি হয়েছে চীনপন্থীদের। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা করা না হলেও প্রাথমিক ফলে ১৮টি পৌরসভার ১৭টিতেই বিজয়ী হয়েছে গণতন্ত্রপন্থীরা। অথচ আগের মেয়াদে পৌরসভায় তাদের আসন ছিল শ‚ন্যের ঘরে। হংকং-এর সরকারি স¤প্রচারমাধ্যম আরটিএইচকে-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভয়েস অব আমেরিকা। ৪৫৩টি কাউন্সিলর পদের মধ্যে এখন পর্যন্ত ২৭৮টিতে জয় পেয়েছে গণতন্ত্রপন্থীরা। চীনপন্থীরা জয় পেয়েছে ৪২টিতে। এমনকি প্রভাবশালী বেইজিংপন্থী নেতাদেরও ভরাডুবি হয়েছে রাজনীতিতে প্রায় নতুন গণতন্ত্রপন্থীদের কাছে। এই ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে হংকংয়ের মানুষ বেইজিংয়ের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে বলে প্রতীয়মান হচ্ছে। অপরদিকে, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা ভ‚মিধস জয়ে বেইজিংপন্থিদের হারানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, নির্বাচনে যাই হোক না কেন হংকং চীনের অংশ। প্রাথমিক ফলাফলে চীনাপন্থিরা হেরে যাওয়ার খবর আসার পর সোমবার ওয়াং ই এ মন্তব্য করলেন। গত কয়েক মাসের চীনা শাসনবিরোধী টানা আন্দোলনের পর রোববার হংকংয়ের ১৮টি পৌরসভার ৪৫২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৭টি পৌরসভাতেই হংকংয়ের গণতন্ত্রপন্থিরা ভ‚মিধস জয়লাভ করেছেন। রোববারের নির্বাচনের ফলাফল আধা-সায়ত্ত¡শাসিত এই নগরী বেইজিং সমর্থিত সরকারের কাছে একটি পরিষ্কার বার্তা দিয়েছে। সেটি হচ্ছে গণতন্ত্রের জন্য গত কয়েক মাস ধরে বিক্ষোভ-আন্দোলনে থমকে যাওয়া নগরীর মুক্তিকামী লড়াইয়ে জনগণের প‚র্ণ সমর্থন। হংকংয়ের এই নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলেও এখনও গণনা শেষ হয়নি; যেকারণে চ‚ড়ান্ত ফলের ঘোষণাও আসেনি। তবে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, হংকংয়ের ১৮টি পৌরসভার ১৭টিতে গণতন্ত্রকামী আন্দোলনকারীরা জয় পেয়েছেন। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে স্বাক্ষাতের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘এখনও চ‚ড়ান্ত ফল আসেনি। চ‚ড়ান্ত ফলের জন্য অপেক্ষা করুন। যাই হোক না কেন, এটা পরিষ্কার যে, হংকং চীনের অংশ এবং চীনের বিশেষ প্রশাসনিক একটি অঞ্চল।’ তিনি বলেন, হংকংয়ের সমৃদ্ধি, ধ্বংস এবং স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ধরনের প্রয়াস কখনই সফল হবে না। গত কয়েক মাসের বিশৃঙ্খলা, প্রতিবাদ-বিক্ষোভ ও সংঘর্ষের পর হংকংয়ের স্থানীয় এই নির্বাচনকে সরকারের সমর্থনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। সরকার এবং বেইজিং আশা করেছিল, এই নির্বাচন তথাকথিত নীরব সংখ্যাগরিষ্ঠতার সমর্থন তুলে ধরবে। কিন্তু বাস্তবে আসলে তেমনটা ঘটেনি। এমনকি পরিষদের বেশ কিছু আসনে বেইজিংপন্থি হেভিওয়েট প্রার্থীরাও গণতন্ত্রকামীদের কাছে হেরে গেছেন। রয়টার্স, ভিওএ, এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ