এসিসিএ বাংলাদেশের নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজার প্রমা খান

দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নিযুক্ত হলেন প্রমা খান। তিনি
প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্প্রতি সর্বসম্মতিক্রমে ড. জিএম খুরশীদ আলমকে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মনোনীত করেছেন।
ড. আলম বাংলাদেশের নেতৃস্থানীয় নীতি ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) পরিচালক হিসেবে কর্মরত। এর পূর্বে তিনি দক্ষিণ এশিয়ায় বেসরকারী খাত এবং ফিনান্স ডিপার্টমেন্টে সিনিয়র বেসরকারী উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে বিশ্ব ব্যাংকে ১৭ বছর দায়িত্ব পালন শেষে ২০১২ সালের আগস্টে অবসর গ্রহণ করেন। খুরশীদ আলম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৫ সালে বিশ্ব ব্যাংকে যোগদানের পূর্বে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানে মাঠ পর্যায়ে প্রশাসনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন তিনি।Ñপ্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।