তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নামার সাথে ঘন কুয়াশায় দক্ষিণাঞ্চলের জনজীবন সংকটে

তাপমাত্রার পাারদ নি¤œমুখি হবার মধ্যেই মৌসুমের সর্বাধীক ঘন কুয়াশায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক, নৌ
রোববার ভোরের কোনো এক সময় জেএসএস-এর এক কালেক্টরকে গুলি করে হত্যা করে বড় আদমের অদূরে একটি দোকানের পেছনে লাশ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
শান্তিচুক্তির বর্ষপূর্তির মাত্র একদিন আগে আবারও রক্ত ঝরলো পাহাড়ে। আজ রোববার দুপুরে রাঙামাটি সদর উপজেলাস্থ আসামবস্তি-কাপ্তাই সড়কের বড় আদম এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে জেএসএস-এর এক কালেক্টরকে।
জানা গেছে, নিহতের নাম বিক্রম চাকমা ওরফে সুমন চাকমা। তার বাড়ি রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায়। এইচএসসি পর্যন্ত পড়ালেখা করা বিক্রম জেলার কাউখালী ও ঘাগড়া এলাকায় চাঁদা আদায়ের কাজ করতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।