Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানে কাওয়ালি শিল্পী আমজাদ গুলিতে নিহত

টিটিপি’র দায় স্বীকার : দুর্বৃত্তদের শাস্তির নির্দেশ নওয়াজের

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে হত্যার ঘটনায় গোটা পাকিস্তানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গত বুধবার করাচিতে প্রকাশ্য দিবালোকে দুই বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই সুফি গায়ক। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যার কয়েক ঘণ্টা পর স্থানীয় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই জনপ্রিয় সুফি গায়ককে হত্যার দায় স্বীকার করেছে। টিটিপির মুখপাত্র কারি সাইফুল্লাহ মেহসুদ এক বিবৃতিতে বলেছেন, আমজাদ সাবরি ধর্মের অবমাননা করেছেন। এদিকে আমজাদ সাবরির হত্যাকা-ে পাকিস্তানের শিল্পী মহলে নেমে এসেছে শোকের ছায়া। এছাড়া অনেক রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব দেশের ‘সাংস্কৃতিক দূত’ হিসেবে পরিচিত এ শিল্পীকে হত্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়ে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাবার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে সাবরির ছেলে মুজাদ্দিদ সাবরি। নিহত সাবরির এক স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বড় ছেলের বয়স মাত্র ১২ বছর। এই হত্যাকা-ের পর সিন্ধু সেন্সর বোর্ডের চেয়ারম্যান ফাকরেহ আলম দাবি করেছেন, সাবরি নিজের নিরাপত্তা চেয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সে আবেদনে সাড়া দেননি। তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এ ধরনের কোনো আবেদন তারা পাননি। এ সম্পর্কে স্থানীয় পুলিশ কর্মকর্তা মুসতাক মেহারের বরাত দিয়ে ডন পত্রিকা জানিয়েছে, বুধবার দুই মোটর সাইকেল আরোহী আমজাদ সাবরির গাড়ি লক্ষ্য করে গুলি করলে তিনি নিহত হন। ডন, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে কাওয়ালি শিল্পী আমজাদ গুলিতে নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ