Inqilab Logo

ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৭, ২৩ যিলহজ ১৪৪১ হিজরী
শিরোনাম

বশেমুরবিপ্রবি’র ইটিই বিভাগের ১৫৮ শিক্ষার্থী টানা ৪৫ দিনের অবস্থান কর্মসূচিতে

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৯ এএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইটিই) বিভাগের শিক্ষার্থীরা টানা ৪৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন । বিভাগের নাম পরিবর্তনের দাবিতে গত ১৭ই অক্টোবর থেকে তারা এ কর্মসূচি পালন করে আসছে। এমনকি চূড়ান্ত পরীক্ষাও অংশ নেননি বিভাগের আন্দোলনরত এই ১৫৮ শিক্ষার্থী।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলতি দায়িত্বপ্রাপ্ত ভিসিসহ আরও বেশ কয়েকজন শিক্ষক তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে নিতে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না।

শিক্ষার্থীরা আরও জানান, ক্ষতির কথা জেনেও আমরা ১৫৮জন শিক্ষার্থী ফরম পূরনসহ পরীক্ষায় অংশ নেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আর ক্লাস পরীক্ষায় ফিরবেন না বলেও জানান তারা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ