Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার মামলা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাঁদা দাবিসহ কুপ্রস্তাব দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সহকর্মী শিক্ষিকা। মামলা দায়েরের পর থেকে শিক্ষক মেডিকেল ছুটির নামে পলাতক রয়েছেন। জানা যায়, উপজেলার ছয়ধড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুরাইয়া বেগমের ওপর কুদৃষ্টি পড়ে একই প্রতিষ্ঠানের সহকর্মী শিক্ষক খালেদ মোশাররফ তরফদারের। ওই শিক্ষকের বিভিন্ন সময় বিভিন্ন কুপ্রস্তাব প্রত্যাখান করতে থাকেন শিক্ষিকা। এ অবস্থা চলতে থাকায় গত ২০ অক্টোবর বিকেলে উক্ত শিক্ষক মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণ নাসের হুমকিসহ কুপ্রস্তাব দেন শিক্ষিকাকে। উক্ত শিক্ষিকা বিষয়টি প্রধান শিক্ষকসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সহকর্মীদের নিকট অবগত করলে ম্যানেজিং কমিটির জরুরি সভায় উক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেন। কিন্তু কোন ন্যায় বিচার না পাওয়ায় বিক্ষুদ্ধ শিক্ষিকা উক্ত শিক্ষকসহ দুই জনের বিরুদ্ধে নিজে বাদি হয়ে গত ১৭ নভেম্বর থানায় মামলা করেন। মামলার পর থেকে ওই শিক্ষক গ্রেফতার এড়াতে গত ২০ নভেম্বর থেকে মেডিকেল ছুটির আবেদন জানিয়ে নিজে আত্মগোপনে চলে যান। এনিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান উক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভার সিদ্ধান্তসহ আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করা হয়েছে। প্রধান শিক্ষক মমিনুল ইসলাম জানান, এ ধরণের চরিত্রহীন শিক্ষক প্রতিষ্ঠানে দরকার নেই। উপজেলা শিক্ষা অফিসার এ কে এম হারুন-উর-রশিদ জানান তার নিকট অপরাধী যেই হোক কোন ছাড় নেই। এ ব্যাপারে থানার ওসি মো. আব্দুল্লাহিল জামান জানান, আমি সদ্য যোগদান করায় মামলার বিষয়টি অগোচরে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ