Inqilab Logo

ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ০৩ মাঘ ১৪২৭, ০২ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

যেটার দাম বাড়বে সেটা খাওয়া বন্ধ করে দেবো- আলাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ৮:২৫ পিএম

প্রধানমন্ত্রীর বাসভবনে পেঁয়াজ ছাড়া রান্না হয়- প্রধানমন্ত্রীর এ বক্তব্য উল্লেখ ক‌রে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশে চাউলের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। তাহলে কি যেটার দাম বাড়বে আস্তে আস্তে সেটা আমরা খাওয়া বন্ধ করে দেবো? এখন শীতের মৌসুম এসেছে। এই শীতে গরম কাপড়ের দাম বাড়লে কি আমরা জামা পরা বাদ দেবো? প্রধানমন্ত্রীর অমৃত ভাষণে আমার তো তাই মনে হচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কল্যাণ পার্টির যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পেঁয়াজের জন্য মানুষ হাহাকার করছে, আর প্রধানমন্ত্রী স্পেনে বসে বলছেন- ‘সৎপথে নুন ভাত ভালো’। নুন ভাত তো কখনও আমরা শুনি নাই। আমরা তো জানি সৎপথে ‘পানি ভাত’ই ভালো। বাংলাদেশের মানুষ তো পানি ভাত, পান্তা ভাতের সঙ্গে পরিচিত। অথচ প্রধানমন্ত্রী পানি ভাত না বলে নুন ভাত খেতে বললেন। কারণ পা‌নি ভাত বললে তো এর সঙ্গে প‌রো‌ক্ষভাবে পেঁয়াজের প্রসঙ্গ চলে আসবে। কেননা পানি ভাত খেতে পেঁয়াজ লাগে। তাই প্রধানমন্ত্রী পানি ভাতকে নুন ভাত বলে জনগণের সংকটকে এড়িয়ে গেছেন।

আলাল বলেন, বাংলাদেশ অকল্যাণকর এমন কোনও কাজ নেই যা এ সরকার করছে না। মানুষ ১ কেজি পেঁয়াজ কেনার জন্য রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছে। আর প্রধানমন্ত্রী মানুষের এই কষ্ট নিয়ে মশকরা করে পানি ভাতকে নুন ভাত বলে এড়িয়ে যাচ্ছেন।

ভারত আমাদের ধোঁকা দিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এ বক্তব্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ভারত তো আমাদের মুক্তিযুদ্ধের বন্ধুরাষ্ট্র। এ সরকারের কিছু কিছু মন্ত্রীও তো বলেন, ‘ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো’। আর বাণিজ্যমন্ত্রী এবার বললেন- ‘ভারত আমাদের ধোঁকা দিয়েছে।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেএস‌ডি সভাপতি আ স ম আবদুর রব ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলাল


আরও
আরও পড়ুন