Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাবিতে দুই প্রো-ভিসি

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’জন উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যিালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর ১১(২) ধারা মোতাবেক তাদের এই নিয়োগ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার তারা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর আখতারুজ্জামান ও সাবেক প্রো-ভিসি প্রফেসর নাসরিন আহমাদ। এর মধ্যে নাসরিন আহমাদ প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তারাও চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাবিতে দুই প্রো-ভিসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ