Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ওয়াশিংটনের কারণেই মস্কোও জড়িয়ে পড়তে পারে : পুতিন

মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 মহাকাশে আমেরিকার সামরিক তৎপরতার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ওয়াশিংটনের কারণে মস্কো একই কাজে জড়িয়ে পড়তে বাধ্য হতে পারে। তিনি বুধবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সোচি শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, মহাকাশে শক্তিশালী অভিযান চালানোর জন্য আমেরিকা তার মহাকাশ বিষয়ক বাহিনীর দ্রুত সম্প্রসারণ ঘটাচ্ছে। মার্কিন সরকার মহাকাশকে ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত করেছে বলেও তিনি মন্তব্য করেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশ মহাকাশকে সামরিক অঙ্গনে পরিণত করার ঘোর বিরোধী; কিন্তু তারপরও আমেরিকার কারণে শেষ পর্যন্ত হয়তো মস্কোকে একই কাজ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের গোড়ার দিকে তার দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেয়া এক নির্দেশে ‘মহাকাশ বাহিনী’ নামে মার্কিন সশস্ত্র বাহিনীর জন্য আরেকটি বিভাগ প্রতিষ্ঠার নির্দেশ দেন যেটি সেদেশের ষষ্ঠ বাহিনী হিসেবে কাজ করবে। ট্রাম্পের ওই নির্দেশের পরপরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, আমেরিকা ভূপৃষ্ঠের সংঘর্ষ ও যুদ্ধকে মহাকাশে টেনে নিয়ে যেতে চায়। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মহাকাশের সামরিকীকরণের বিপদ পরমাণু অস্ত্রের চেয়ে কোনো অংশে কম নয়। অস্ত্রের চেয়ে কোনো অংশে কম নয়। আরটি,পার্সটুডে।

 



 

Show all comments
  • নাসিম ৬ ডিসেম্বর, ২০১৯, ১:২৪ এএম says : 0
    দুই পরাশক্তির লড়াই বাধা দরকার। নাহলে কেউ ঠান্ডা হবে না।
    Total Reply(0) Reply
  • তরুন সাকা চৌধুরী ৬ ডিসেম্বর, ২০১৯, ১:২৫ এএম says : 0
    আমেরিকার মোড়লীপনার অবসান ঘটাতে হবে।
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ৬ ডিসেম্বর, ২০১৯, ১:২৬ এএম says : 0
    পুতিনকে ধন্যবাদ। আমেরিকা হলো নরমের জম শক্তের ভক্ত।
    Total Reply(0) Reply
  • কে এম শাকীর ৬ ডিসেম্বর, ২০১৯, ১:২৬ এএম says : 0
    হয়ে যাক দুই পরাশক্তির লড়াই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ