Inqilab Logo

সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, ১৭ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

নাটকের শিল্পীদের সম্মানী অযৌক্তিক হারে বেড়েছে -সালাউদ্দিন লাভলূ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

এ বছর আমাদের নাট্যাঙ্গনে বলার মতো কোনো পরিবর্তন আমার চোখে পড়ছে না। এক কথায় বলতে গেলে আমরা নাট্যাঙ্গনকে কোনোভাবেই ভালোর পর্যায়ে নিয়ে যেতে পারছি না। আমাদের নাটকের সামগ্রিক অবস্থা ভালো নেই। কথাগুলো বললেন, ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলু। তিনি বলেন, তবে নাটকের এই খারাপ অবস্থার বিষয়টি সবাই উপলব্দি করছেন। এ অবস্থা থেকে সবাই উত্তরণের চেষ্টা করছে। তিনি বলেন, দিন দিন নাটকের বাজেট কমছে। অথচ শিল্পীদের সম্মানী বেড়ে চলেছে। চলতি বছর অনেক নির্মাতার অভিযোগ শিল্পীদের সম্মানি নিয়ে। টিভি চ্যানেলগুলো যাদের নাটক চায় সেসব শিল্পীর সম্মানি বাজেটের তুলনায় বেশি। ফলে ভাল মানের নাটক নির্মাণ অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেন, শিল্পীদের সম্মানি অযৌক্তিক হারে বেড়েছে। তবে তা কয়েকজন শিল্পীর ক্ষেত্রে। কয়েকজনকে দিয়ে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না। যেখানে নাটকের বাজেট কমছে সেখানে একজন শিল্পী কিভাবে সম্মানি বাড়ান, তা আমার জানা নেই। আমার মনে হয়, যারা বেশি সম্মানি নিচ্ছেন একদিন বুঝতে পারবেন তারা কতটা সঠিক ছিলেন। অভিনেতা-অভিনেত্রী প্রসঙ্গে লাভলু বলেন, কয়েকদিন কাজ করলেই কেউ শিল্পী হয়ে যায় না। দুচার দিন যারা কাজ করছে, তাদের যদি শিল্পী বলি তাহলে ববিতা, সূবর্ণা মুস্তাফা, ডলি জহুর, মামুনুর রশিদ তাদেরকে কি বলবো? সোস্যাল মিডিয়ার ভিউ দেখে কেউ যদি তাকে শিল্পী ভাবা শুরু করে তাহলে কি বলার থাকে? সোস্যাল মিডিয়ায় ভিউ আছে এমন অনেকে আজকাল অভিনয় করছে। ক্যারিয়ারের দীর্ঘ এ সময়ে দেখেছি এমন অনেকে এসেছে। আবার তারা হারিয়েও গেছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালাউদ্দিন লাভলূ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ