Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৯, ৩:১৮ পিএম

নগরীর লালদীঘি ময়দানে সম্মেলন শুরুর আগেই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

শনিবার সকালে এই তুলকালাম কাণ্ড যখন ঘটে তখন নেতারা ছিলেন না। পরে সম্মেলন যথাসময়ে শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গিয়াস উদ্দিন ও আতাউর রহমান আতার সমর্থকদের মধ্যে এই মারামারি হয়।
সম্মেলন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে লালদিঘী ময়দানে আসতে থাকে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা।
সকাল থেকে মাঠে অবস্থান নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনের অনুসারীরা। ১০টার কিছু সময় আগে মাঠে আসেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমানের অনুসারীরা।

এই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় তারা চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হয় যা প্রায় ১০ মিনিট ধরে চলে। তখন পুলিশ গিয়ে তাদের থামায়।
কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে বড় ধরনের কিছু হয়নি।
লালদিঘী মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়েছে কাজির দেউড়ির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কাউন্সিল শুরু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ