ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ
.jpg)
রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও বিচার,খুলনার পাটকল আন্দোলনের নেতা রুহুল আমিন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। রোববার রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ এসময় তাদের নিকট থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থানার এসআই আশুতোষের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাকাইহাট ইউনিয়ন পরিষদ এলাকা থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামী জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত তজমল হোসেনের পুত্র মাহফুজার রহমান (৩৬) এবং একই গ্রামের আশরাফুল ইসলামের পুত্র বেলাল (৩০) কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাসী করে তাদের নিকট থেকে ২০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাহফুজারের বিরুদ্ধে চুরি ও মাদকের চারটি এবং বেলালের বিরুদ্ধে দুইটি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।