Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পৌর শহরে মাদকের আস্থানা

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহর মাদকের আস্থানায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোন তৎপরতা না থাকায় মাদক সেবী ও বিক্রেতাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে ত্রিশাল পৌর শহরের ৪নং ওয়ার্ডে কোর্ট ভবন এলাকায়, মাদানী সিএনজি এলাকা সংলগ্ন, বালিপাড়া রোড টিএনটি অফিস সংলগ্ন, দরিরামপুর বাসস্ট্যান্ড ফুট ওভারের উপরে, কাকচর রোডে শুকতারা বিদ্যানিকেতন সংলগ্ন, ত্রিশাল গো-হাটা মোড়, নজরুল বালিকা উচ্চবিদ্যালয় রোড, বালিপাড়া রোড ও পশুহাসপাতাল চত্বরসহ পৌর শহরের বিভিন্ন স্থানে মাদক সেবন এবং বিক্রি হচ্ছে। যুব সমাজে মাদক সেবন মারাত্মক আকার ধারণ করছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়–য়া কিশোর ও যুবকদের মাঝে এর প্রভাব বিস্তার করছে। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে চরম হুমকি ও আতঙ্কের মাঝে আছেন। তবে সচেতন মহলের দাবি আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিলে মাদকের কালো ছায়া থেকে অনেকেই মুক্তি পেতে পারে ত্রিশাল পৌর শহর। এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আমরা ত্রিশালে মাদকবিরোধী অভিযান প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছি। মাদকের ব্যাপারে আমরা খুবই তৎপর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর শহরে মাদকের আস্থানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ