Inqilab Logo

ঢাকা, বুধবার , ২৯ জানুয়ারী ২০২০, ১৫ মাঘ ১৪২৬, ০৩ জামাদিউস সানি ১৪৪১ হিজরী
শিরোনাম

দুই বোনের ভূমিকায় ডেকোটা ফ্যানিং আর এল ফ্যানিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বাস্তবের দুই বোন ডেকোটা ফ্যানিং আর এল ফ্যানিং ক্রিস্টিন হ্যানা’র ‘দ্য নাইটিংগেল’ উপন্যাসের চলচ্চিত্র সংস্করণে দুই বোনের ভূমিকায় অভিনয় করবেন। ড্যানা স্টিভেন্সের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করবেন মেলানি লরেন্ট। ডেকোটা (ছবিতে ডানে) ও তার ছোট বোন এল এক যুক্তভাষ্যে বলেছেন : “আমরা ‘দ্য নাইটিংগেল’-এ প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করব। ভিন্ন ভিন্ন বয়সে আমরা দুজন একই চরিত্রে অভিনয় করেছি, তবে ক্যামেরার সামনে আমাদের কখনও কথোপকথন হয়নি। অনেক বছর ধরেই আমরা এমন সুযোগ খুঁজছিলাম, অবশেষে এই রতœটির দেখা পেলাম। বোন হিসেবে দুই বোনের এক শক্তিশালী গল্পে আমরা আমাদের শিল্প দক্ষতা দেখাতে যাচ্ছি, এটি স্বপ্ন পূরণের মত। এই যাত্রায় আমরা নির্ভীক পরিচালক মেলানি লরেন্টকে পেয়েছি আমাদের পথ দেখাবার জন্য।” দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নাৎসি অধিকৃত ফ্রান্সের পটভূমিতে বেস্টসেলার উপন্যাসটি বয়ঃসন্ধিকালে উপনীত দুই বোনের গল্প। এই দুই বোন ফরাসী রেজিস্ট্যান্সের সদস্য হিসেবে মিত্রবাহিনীকে সহায়তার পাশাপাশি ইহুদী শিশুদের লুকিয়ে রাখে। এলিজাবেথ কন্টিলোন তার ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ