Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কার্যকর, ফলপ্রসূ আঞ্চলিক সম্পর্কে বিশ্বাস করে পাকিস্তান : ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সার্ক প্রক্রিয়ার ব্যাপারে আবারো অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার আশা প্রকাশ করেছেন যে এই আঞ্চলিক সংস্থাটির অগ্রগতির পথে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তা শিগগিরই কেটে যাবে। ফলে সার্ক সদস্য দেশগুলো উন্নয়ন ও তাদের প‚র্ণ সম্ভাবনা কাজে লাগানোর জন্য ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক সহযোগিতার পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবে। ৩৫তম সার্ক সনদ দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ইমরান বলেন, ব্যক্তি, জাতীয় ও আঞ্চলিক উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতার শক্তি ও সম্ভাবনার ব্যাপারে পাকিস্তানের দৃঢ় বিশ্বাস রয়েছে। পাকিস্তান আরো বিশ্বাস করে যে সার্ক সনদে উল্লেখিত সার্বভৌম সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অপরিহার্য নীতিমালা অনুসরণের মাধ্যমে কার্যকর ও ফলপ্রস‚ আঞ্চলিক সহযোগিতার অর্জন করা যায়। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ