Inqilab Logo

শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ১৮ অগ্রহায়ণ ১৪২৮, ২৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী
শিরোনাম

পুলিশের মামলায় সিলেটে জামিন পেল বিএনপির ২৯ নেতাকর্মী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ৬:৪৯ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সিলেট বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দাবিতে সিলেটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও পরে পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির ২৯ নেতাকর্মী হাইকোর্ট থেকে ৪ সাপ্তাহ জামিনের পর আজ (১০ ডিসেম্বর) সিলেট চীফ মেট্রোপলিট্রন ম্যাজিষ্ট্রেট আদালতের আত্মসমর্পন করলে সবার জামিন মঞ্জুর করেন বিজ্ঞ বিচারক আব্দুল কাসেম। আসামীদের পক্ষে আইনজীবী ছিলেন, সিনিয়র এডভোকেট আশিক উদ্দিন, সিনিয়র এডভোকেট আব্দুল গফ্ফার, সিনিয়র এডভোকেট ইমাদ উল্লাহ শাহীন, এডভোকেট সামিউল ইসলাম, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট শহীদুল ইসলাম, এডভোকেট শফিউল আলম, এডভোকেট আব্দুর রহমান আফজাল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
জামিন প্রাপ্তরা হলেন- জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা মিফতাউল কবীর মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বারী খোরশেদ, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল, যুবদল নেতা কুহিনুর আহমদ, রুজেল আহমদ চৌধুরী, রিনুক আহমদ, বিএনপি নেতা আব্দুস সামাদ, মহানগর বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খালেদুর রশীদ ঝলক, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, মহানগর বিএনপির ক্ষুদ্র ঋন বিষয়ক সহ সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি তছির আলী, এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক মিল্টন, ছাত্রদলের সদস্য শাহজাহান চৌধুরী মাহি, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরী, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মামুন, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহ সম্পাদক এম. রাসেল আহমদ, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহীদুল কবির কাদির, যুবদল নেতা মোবারক হোসেন ফাত্তাহ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ দেলোয়ার, যুবদল নেতা ফয়জুর রহমান পীর, যুবদল নেতা দেলোয়ার হোসেন দিলু, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আফজল হোসেন ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হান্নান। জামিন শুনানোর সময় আদালতে প্রাঙ্গনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী -সহ অনেক নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
প্রসঙ্গত; বিক্ষোভকারী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এসএমপির কোতোয়ালী থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ অনুপ কুমার।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন লাভ

২৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন