Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব সেলুলয়েডে ৭১

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ই-কমার্স সাইট ইভ্যালি’র প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব সেলুলয়েডে ৭১। মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব। এস এস কমিউনিকেশনের পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় উৎসবে সহযোগি পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট। উৎসবে মুক্তিযুদ্ধ বিষয়ক পূর্ণদৈর্ঘ্যরে পাশাপাশি প্রমাণ্যচিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব সেলুলয়েডে ৭১ পৃষ্ঠপোষকতা প্রসঙ্গে ই-কমার্স সাইট ইভ্যালি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, সামাজিক কর্পোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে ইভ্যালি এ উৎসবে যুক্ত হয়েছে। এছাড়া ইভ্যালি’র জন্মও ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবসকে হৃদয়ে ধারন করে ইভ্যালি ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার প্রথম বছরেই মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র উৎসব পৃষ্ঠপোষকতা করতে পেরে গর্বিত ইভ্যালি পরিবার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযুদ্ধ চলচ্চিত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ