Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেরপরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ দুর্ভোগে যাত্রীরা

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বিআরটিসি বাস “ডিপো টু ডিপো” না চলে যত্রতত্র কাউন্টার থেকে চলাচলের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর অঞ্চলীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে শেরপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক ও শ্রমিকরা। গতকাল বিকেল থেকে ময়মনসিংহ বিভাগের নেতৃবৃন্দের নির্দেশনায় এই ধর্মঘট শুরু হয়।
সংগঠনের নেতারা জানান, সরকারি নিয়ম না মেনে বিআরটিসি বাস যত্রতত্র কাউন্টার দিয়ে চলাচল করায় তাদের ব্যবসায়ী সুনাম নষ্ট হচ্ছে। তাই এর প্রতিবাদে এবং ডিপো থেকে বিআরটিসি বাস চলাচলের দাবিতে বিভাগীয় নেতাদের নির্দেশনায় তাদের এই ধর্মঘট শুরু হয়েছে।
তবে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে আটকা পড়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ