পগবা ম্যাজিকে শীর্ষে ইউনাইটেড
শুরুতে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরে দলকে জয়ের পথ দেখালেন পল পগবা। আরেকটি গোল করেছেন
নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে লাল-সবুজ পতাকা বহন করতে পারেননি গৌহাটি-শিলং এসএ গেমসের জোড়া স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। এ জন্য বড় আক্ষেপ ছিল তার। তবে গতকাল সমাপনী অনুষ্ঠানে আক্ষেপ ঘুচলো শিলার। কারণ মার্চপাস্টে বাংলাদেশের পতাকা ছিল তার হাতেই। এ প্রসঙ্গে শিলা বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি বিশেষ প্রদর্শনীর জন্য আমাদের ছয় দেশের আনা পতাকা তারা নিয়ে গিয়েছিল। যার কারণে ওই দিন আমি পতাকা বহন করতে পারিনি। তবে আমার সেই আক্ষেপ দূর হয়ে গেল।’ গৌহাটিতে দু’টি স্বর্ণপদক জিতলেও এবারের এসএ গেমসে ব্যক্তিগত কারণে দলে ছিলেন না সাঁতারু শিলা। তবে দলে না থাকলেও বিশেষ সম্মান জানাতে পতাকা বহন করার জন্য কাঠমান্ডুতে নিয়ে আসা হয় তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।