শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউসের
রাজধানীর বনানী থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চীনা ওই নাগরিকের নাম জে জিয়াং ফি। বুধবার সাড়ে ১২টার সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া জানান, বনানীর রোড নম্বর ২৩ এর ৮২ নম্বর বাসার পেছনে লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় ছিল। সেখান থেকে লাশ উদ্ধার করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড। কেন এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।