Inqilab Logo

ঢাকা শনিবার, ২৩ জানুয়ারি ২০২১, ০৯ মাঘ ১৪২৭, ০৯ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

চলতি মাসে সব নেটওয়ার্কেই পস লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

পয়েন্ট অব সেলস বা পসভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনে সব নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। এর আগে এক নির্দেশনায় চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আন্তঃব্যাংক পসের সব লেনদেন এনপিএসবি নেটওয়ার্কের আওতায় করার বাধ্যবাধকতা দেয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ গত সোমবার এক সার্কুলারে আগের সেই নির্দেশনা শিথিল করেছে। এ কারণে পস লেনদেনে এনপিএসবির পাশাপাশি নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। সংশ্লিষ্টরা জানায়, বর্তমানে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে স্থাপিত ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ বা এনপিএসবি নেটওয়ার্কের পাশাপাশি ভিসা, মাস্টারকার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক কার্ডের নেটওয়ার্ক ব্যবহার করে। এর ফলে অনেক বৈদেশিক মুদ্রা বিদেশ চলে যায়। এ রকম অবস্থায় ২০১৭ সালে এক নির্দেশনার মাধ্যমে আন্তঃব্যাংক পস লেনদেনে এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহারে বাধ্যবাধকতা করে নির্দেশনা দেওয়া হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেনদেন

৯ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ