Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জামিন হয়নি খালেদা জিয়ার

আওয়ামী লীগ-বিএনপি সমর্থক আইনজীবীরা মুখোমুখি

সাঈদ আহমেদ | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:৪০ এএম

জামিনকে কেন্দ্র করে ভীতিকর পরিস্থিতি : বিএনপির বিক্ষোভ, ধরপাকড়, থমকে যায় ঢাকা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন হয়নি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ‘মানবিক কারণে’ করা জামিন আবেদনটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। তবে খালেদা জিয়া সম্মত হলে উন্নত চিকিৎসা করাতে মেডিক্যাল বোর্ডকে নির্দেশনা দিয়েছেন আদালত। বেলা ১টা ১৬ মিনিটে আদালত সর্বসম্মতভাবে এই আদেশ দেন। জামিন আবেদন নাকচ করে দেয়ার পর রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র আদালত অঙ্গনসহ সারাদেশে ছিল উত্তেজনা। এজলাসের ভেতরে গতকাল কোনো হট্টগোল না হলেও এজলাসের বাইরে আইনজীবীদের হট্টগোল, মিটিং, মিছিল, সংবাদ সম্মেলন, পাল্টা সম্মেলন, নিরাপত্তা নিশ্চিত করার নামে চলে ব্যাপক তল্লাশি, প্রতিবাদ সভা ও মিছিল। পাল্টা মিছিল করে বিএনপি সমর্থক আইনজীবীদের মুখোমুখি অবস্থান নেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও। বিচারাঙ্গনের বাইরে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন। নিরাপত্তার নামে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়। ঘটে গ্রেফতারের ঘটনাও। ৫ ডিসেম্বর প্রধান বিচারপতির এজলাসে অচলাবস্থা সৃষ্টির প্রেক্ষাপটে গতকাল কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় আদালতের ভেতর। ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পাশাপাশি ওই আদালতে আইনজীবীদের প্রবেশে আরোপ করা হয় কড়াকড়ি। গণমাধ্যমকর্মীদেরও প্রবেশ করানো হয় পরিচয় নিশ্চিত হয়ে। দেহ তল্লাশি করে। গোয়েন্দা সংস্থার বাড়তি সতর্কতা ছিল। প্রধান বিচারপতির এজলাসের প্রবেশদ্বারে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আপিল বিভাগের কার্যতালিকায় ১২ নম্বরে ছিল খালেদা জিয়ার জামিন শুনানির বিষয়টি। সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এসলাসে ওঠেন। এজলাসজুড়ে বিপুলসংখ্যক আইনজীবী দেখে তিনি প্রথমেই গত ৫ নভেম্বর সৃষ্ট অচলাবস্থার কথা উল্লেখ করেন। আদালত বলেন, এজলাসের ভেতর এত আইনজীবী কেন? আমরা তো আজ আইনজীবীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছি। আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী ছাড়া বাকিরা প্রবেশ করতে পারবে না।

এ সময় খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আপিল বিভাগে আইনজীবীদের শুনানি শ্রবণ নিয়ে একটি রায় রয়েছে। অনুমতি পেলে সেটি পড়ে শোনাতে চাই। আদালত তখন বলেন, সবার এই শুনানির প্রয়োজন আছে কি? আমরা উভয় পক্ষের (খালেদা জিয়া এবং সরকারপক্ষীয় আইনজীবী) ৩০ জন করে আইনজীবীকে অনুমতি দেবো। বাকিরা এজলাসের বাইরে থাকবেন। এ জন্য ৫ মিনিট সময় দিয়ে খাস কামরায় চলে যান আদালত। এ সময় খালেদা জিয়ার সমর্থক আইনজীবীদের কেউ কেউ এজলাসের বাইরে চলে গেলেও সরকার সমর্থক আইনজীবীরা অনড় থাকেন। অ্যাটর্নি জেনারেল কাউকে কাউকে চলে যেতে বললেও তারা ভেতরেই অবস্থান করেন। ১০ মিনিট পর আদালত ফের এজলাসে ওঠেন। তখনও বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতি দেখে আদালত বলেন, আপনারা কেউ কথা রাখলেন না। তবে ১২ নম্বর আইটেমের (খালেদা জিয়ার জামিন) শুনানিকালে আপনারা কিন্তু ৩০:৩০ জন আইনজীবীর বাইরে কেউ থাকতে পারবেন না। পরে ১২ নম্বরের শুনানির সময় প্রধান বিচারপতির এজলাস আবারো জনাকীর্ণ হয়ে ওঠে। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন ও খন্দকার মাহবুব হোসেন। সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
জামিন আবেদনের শুরুতেই আদালতের কাছে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে মেডিক্যাল বোর্ডের প্রতিবেদন জমা দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। পরে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও খন্দকার মাহবুব হোসেন। জামিনের আবেদনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান। দাখিলকৃত প্রতিবেদনের আলোকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি শুনানিতে উঠে আসে। এরপর মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে জামিনের আবেদন জানিয়ে তার আইনজীবী জয়নুল আবেদীন শুনানিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, মাই লর্ড, যে পাকিস্তানকে আমার বর্বর দেশ বলে জানি সেই পাকিস্তানের উচ্চ আদালতই মেডিক্যাল গ্রাউন্ডে সে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে জামিন দিয়েছেন পাকিস্তান কোর্ট। এমনকি জামিনে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য লন্ডন পাঠিয়েছে। তাই আমরাও আপনাদের কাছে মানবিক বিবেচনায় খালেদা জিয়ার জামিন চাইতে পারি। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা এমন যে, তার শরীরে মেডিসিন পুশ করা যাচ্ছে না। এভাবে আর ৬ মাস পর হয়তো কারাগার থেকে তার লাশ বের হবে। তাই আমরা মানবিক বিবেচনায় জামিনের জন্য আপনাদের কাছে এসেছি। ওপরে আল্লাহ ছাড়া আর আপনারা ছাড়া আমাদের তো যাবার আর কোনো জায়গা নেই। তাই বারবার আপনাদের কাছে আসি। আপনারা ১০ বছরের সাজাপ্রাপ্তকেও জামিন দিয়েছেন। আপনাদের এই আদালতেরই সিদ্ধান্ত আছে নারী ও বয়স্কদের ক্ষেত্রে জামিন বিবেচনা করার। উনি অসুস্থ, হাঁটাচলা করতে পারেন না। উনি তো আর পালিয়ে যাবেন না। তাই ওনাকে মানবিক বিবেচনায় জামিন দেয়া হোক।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করে বলেন, ওনার যথাযথ চিকিৎসা চলছে। যে সমস্ত অসুখ-বিসুখের কথা বলছেন এসব পুরনো। আগে থেকেই তার ট্রিটমেন্ট চলছে। তার অসুখগুলো ভালো হবে না। আমৃত্যৃ তার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত বেলা ১টায় জানান যে, আজই (বৃহস্পতিবার) আদেশ দেয়া হবে। এ জন্য বেঞ্চের অন্য বিচারপতিরগণের সঙ্গে পরামর্শ করতে হবে। এ কথা বলেই প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতি খাস কামরায় চলে যান। ৮ মিনিটের মাথায় তারা এজলাসে ফিরে আসেন এবং সর্বসম্মতিক্রমে উপরোক্ত আদেশ দেন। আদেশের পর উভয় পক্ষের আইনজীবীরা জানান, মেডিক্যাল রিপোর্টে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা বা ‘অ্যাডভান্স বায়োলজিক্যাল ট্রিটমেন্ট’-এর পরামর্শ দেয়া হয়েছে।

প্রবেশপথে বাধা : আইনজীবীদের ক্ষোভ-বিক্ষোভ
খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই কড়াকড়ি আরোপ করা হয় আদালতে প্রবেশের ক্ষেত্রে। বিশেষ করে হাইকোর্ট মাজারগেট, বার কাউন্সিল গেট এবং সড়ক ভবনের গেটে দেহ তল্লাশি করা হয় বিচারপ্রার্থী, আইনজীবী, তাদের সহকারী এমনকি গণমাধ্যমকর্মীদেরও। আগের দিন বুধবার বিকেলে এ তিনটি গেটে ৩টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এ ঘটনার পর আগের দিন থেকেই প্রবেশদ্বারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং চেকপোস্ট বসানো হয়। প্রবেশদ্বার অতিক্রমকালেই প্রথম পুলিশের বাধার মুখে পড়েন আদালত অঙ্গনে আসা সব মানুষ। পরবর্তীতে সুপ্রিম কোর্টের পুরনো ভবনে প্রবেশে দ্বিতীয় দফা বাধার মুখে পড়েন সর্বস্তরের আইনজীবী। পুরাতন ভবনের বারান্দা, করিডোরে গোয়েন্দা এবং সশস্ত্র পুলিশ অবস্থান নেয়। প্রধান বিচারপতির এজলাসের প্রবেশদ্বারে আটকে দেয়া হয় আইনজীবী এবং সংবাদকর্মীদের। পুলিশ এবং নিরাপত্তাকর্মীরা জানান, আপিল বিভাগে মামলা পরিচালনার জন্য অন্তর্ভুক্ত (অ্যানরোলড) আইনজীবীরা কেবল এজলাসে প্রবেশ করতে পারবেন। আপিল বিভাগে অ্যানরোলমেন্টের প্রমাণস্বরূপ আইডি কার্ড দেখিয়ে আইনজীবীরা প্রবেশ করেন। তবে এ ক্ষেত্রে এজলাসের বাইরে প্রবেশদ্বারে আটকা পড়েন বিএনপি সমর্থক আইনজীবীরা। প্রধান বিচারপতির এজলাসে প্রবেশ করতে না দেয়ায় প্রবেশদ্বারের সামনেই পুলিশ, নিরাপত্তারক্ষী এবং বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে বচসা হয়। সোয়া ৯টায় ভেতরে আদালতের কার্যক্রম শুরু হলে প্রবেশদ্বারের সামনে উত্তাপ ছড়ায়। এজলাসের ভেতর থেকেও বাইরে চলমান হট্টগোল শোনা যায়। প্রবেশদ্বারের বাইরে আটকে পড়া বিএনপি সমর্থক আইনজীবীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকেন। তারা কয়েকজন মিলে সমস্বরে অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণীর নাম কিÑ জানতে চান। অপর কয়েকজন চিৎকার করে বলতে থাকেন ‘ক্যাঙ্গারু! ক্যাঙ্গারু!!’। এ সময় আইনজীবী-নিরাপত্তা রক্ষীর মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে অবশ্য বিএনপি সমর্থক প্রায় সকল আইনজীবী প্রধান বিচারপতির এজলাসে প্রবেশের সুযোগ পান। গতকাল শুনানিকালে পুরো সময় জুড়ে ছিল নীরবতা। আগের দিন প্রধান বিচারপতির এজলাসে ৮টি উন্নতমানের ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়।

এখানকার চিকিৎসা এত উন্নত হলে কাদের
প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চিকিৎসা নিতে বিদেশ যেতেন না : জয়নুল
এদিকে আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেয়ার পর ক্যামেরার সামনে বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। পরে এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার কৌঁসুলি খন্দকার মাহবুব বলেন, বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজ সুপ্রিম কোর্টের জন্য ‘নজিরবিহীন কলঙ্কজনক অধ্যায়’ সূচিত হলো। তিনি বলেন, এ মামলায় (জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা) ৭ বছরের সাজা পেয়েছিলেন খালেদা জিয়া। এর মধ্যে তিনি দেড় বছর সাজা খেটেছেন। তিনি বয়স্ক ও অসুস্থ। তার উন্নত চিকিৎসা দরকার। এ অবস্থায়ও যে তার জামিন আবেদন সুপ্রিম কোর্ট নাকচ করবেন, তা নজিরবিহীন ও কলঙ্কজনক অধ্যায়। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশেও এ ধরনের জামিন আবেদন নাকচ করার নজির নেই। খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডকে যথাযথ চিকিৎসা দিতে বলেছেন। এটা খুব মামুলি একটি বিষয়। অ্যাডভোকেট জয়নুল আবেদীন ব্রিফিংয়ে বলেন, যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উন্নত চিকিৎসা হতো তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী এবং মহামান্য প্রেসিডেন্ট বিদেশে চিকিৎসা নিতেন না।

৭ বছরের কারাদ- পাওয়ার পর
তিনি জামিন পেতে পারেন না : অ্যাটর্নি জেনারেল
এদিকে জামিন আবেদন খারিজের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ব্রিফিংয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন তার (খালেদা জিয়া) উন্নত চিকিৎসার জন্য। এটা ওনার অনুমতি সাপেক্ষে। কিন্তু ওনার অনুমতি না হলে উন্নত চিকিৎসা করা সম্ভব হবে না। আপিল বিভাগেও খালেদা জিয়ার জামিন না হওয়া প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, এর আগে একটি মামলায় খালেদা জিয়াকে ১০ বছর কারাদ- দেয়া হয়েছে। এ মামলায় কারাদ- দেয়া হয়েছে ৭ বছর। তাকে মোট ১৭ বছর কারাদ- ভোগ করতে হবে। কাজেই এটাকে শর্ট সেন্টেন্স বলা যাবে না। সুতরাং এখানে তিনি জামিন পেতে পারেন না।

আদালত যথেষ্ট বিবেচনা করে এ সিদ্ধান্ত দিয়েছেন : আইনমন্ত্রী
এদিকে আপিল বিভাগের আদেশের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালত যথেষ্ট বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়স্থ নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী আরো বলেন, আদালতের কাছে ওনারা (খালেদা জিয়ার আইনজীবী) জামিন চেয়েছিলেন। আমি যত টুকু দেখেছি- জামিনের দরখাস্তের পরিপ্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর আদালত বলেছিলেন, একটি মেডিক্যাল রিপোর্ট তাদের সামনে উপস্থাপন করার জন্য। সেই মেডিক্যাল রিপোর্ট উপস্থাপনের পর বিবেচনা করবেন। আজকে আমি যতটুকু জেনেছি- বিজ্ঞ আপিল বিভাগ এ রিপোর্ট পেয়েছেন এবং তারা তাদের বিবেচনায় দেখেছেন যে, এখানেই তা চিকিৎসা করা যায়। সেটা অবজারভেশনে আছে। জামিনের আদেশ তারা নাকচ করে দিয়েছেন।



 

Show all comments
  • Azad Sahariar RakibPol ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:০৭ এএম says : 0
    হা হা...আমার সোনার বাংলায় কোটের রায় কি হবে তা মানুষ আগেই জানে...এইটা আর বলা লাগে নাহ..
    Total Reply(0) Reply
  • Lokman Hakim ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:০৭ এএম says : 0
    একমাত্র আল্লাহপাক মৃত্যু দিয়েই পারে খালেদা জিয়ার জামিন দিতে।খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় কোনদিন ও জামিন হবেনা।
    Total Reply(0) Reply
  • জহুরা আকসা ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:০৮ এএম says : 0
    এইগুলি এক ধরনের ইতরামী। বিগত বছরে গুলিতে হাজার কোটি টাকা দুর্নীতি হলো , হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হলো তার কোনো বিচার নেই , পাইছে এক খালেদা জিয়াকে ! এমন ইতরামী শয়তানির যে কবে শেষ হবে ?
    Total Reply(0) Reply
  • Sobdil Alom ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:০৮ এএম says : 0
    যদি হিংস্রতার পরিমান করা যেত। তা হলে বুঝা যেতো সরকারের দায়িত্বশীলদের কী পরিমান হিংস্রতায় তাদের পেট ভরা!। পচাত্তরের উর্দে বয়স্ক অসুস্থ একজন তিন বারের প্রধানমন্ত্রীর প্রতি কি হিংস্র দেখালো তারা। এক্টু ক্ষমতার জন্য! আহারে!!
    Total Reply(0) Reply
  • Ab Mannan ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:০৮ এএম says : 0
    অামি অাগেই বলেছিলাম, খালেদা জীয়া ইতিহাসের অংশ হয়ে ইয়াসিন অারাফাতের ভাগ্য বরণ করতে যাচ্ছে ৷ তবে এই প্রতি হিংসার ফল হয়তো ভয়াবহ হবে অাগামীতে ৷
    Total Reply(0) Reply
  • Md Rahel Ahmed ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:০৯ এএম says : 0
    বিএনপির মাথা মোটারা আন্দোলন কেন করে না এতো লোক থাকতে এতো জনপ্রিয়তা থাকতে সাড়া দেশে আন্দোলন দিন সব ঠিক হয়ে যাবে না হয় এইরকম মর
    Total Reply(0) Reply
  • Shiful Islam ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:০৯ এএম says : 0
    এটাতো দেশের সকলেই জানে জামিন দিবে না।যেকোন দেশের প্রধান বিচারপতির সহ আরো বিচারপতিরা একটা গুরুত্বপূর্ণ রায়ের আগে সরকারের আমন্ত্রণে ভুরি ভোজের দাওয়াত খেতে পারে সেখানে মাননীয় বিচারপতিরা কতটুকু দায়িত্বশীল হয়ে বা বিবেক দিয়ে রায় দিবে সকলের প্রশ্ন?
    Total Reply(0) Reply
  • Main Uddin Howladar ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:০৯ এএম says : 0
    খালেদা জিয়ার জামিন হওয়া উচিৎ ছিলো হাজার হাজার কুটি টাকার মামলা জামিন হয় এর সাথে সরকার যা করতেছে এটা ঠিকনা
    Total Reply(0) Reply
  • Ananda Das ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:১০ এএম says : 0
    ব্রেকিং নিউজ বলে কোন শব্দ নাই,,,এটা দুধের বাচ্চাও জানে তার জামিন হবে না।।জামিন হলেই রাজনীতির খেলা উল্টাপাল্টা হয়ে যাবে।।
    Total Reply(0) Reply
  • Mohammad Manik ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:১০ এএম says : 0
    এটাতো সবাই জানে যে গণভবন থেকে যা আদেশ হয় বিচারকরা তা পড়ে শুনানোর বাহিরে কিছু করার ক্ষমতা বিচারকদের নেই। তথ্য সূত্রঃ এস কে সিনহা। প্রাক্তন প্রধান বিচারপতি।
    Total Reply(0) Reply
  • Pāvēl ১৩ ডিসেম্বর, ২০১৯, ১:১০ এএম says : 0
    ক্ষমতাবানরা একদিন চলে যাব বিচারকরাও একদিন চলে যাবে কিন্তু ঘটনাগুলো আইনের অপব্যবহার ক্ষমতার দাপট ইতিহাস হয়ে থাকবে ইতিহাসের পুনরাবৃতি হতে পারে.
    Total Reply(0) Reply
  • salman ১৩ ডিসেম্বর, ২০১৯, ২:২০ এএম says : 0
    SOYTAN... & Tar GOSTI Dhongsho hok..ameen
    Total Reply(0) Reply
  • md Shohidul Islam ১৩ ডিসেম্বর, ২০১৯, ৯:৪৩ এএম says : 0
    খালেদা জিয়া এবং বিএনপির এই নির্যাতন সহ্য করতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ জনগন তাদের অতীত ভুলে গিয়ে তাদের কে ক্ষমা করে দেয়। তারা ও দেশের মানুষকে কম যন্ত্রণা দেয়নি। তবে বিএনপির প্রায়শ্চিত্তের দিন শেষের পথে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ