Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭, ১২ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

সোনামসজিদে আটটি ককটেলসহ তিনজন আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ৭:১৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার পিরোজপুর-তোহাখানা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আটকটি ককটেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হল- সোনামসজিদ এলাকার কর্নখালীর মিঠুন ওরফে মিঠু (৩৬), ভোলাহাট উপজেলার সায়েদ আলীর ছেলে পরশ আলী (২৭) ও একই এলাকার কৃষ্ণপুরের নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৩১)। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে তোহাখানা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে আটটি ককটেলসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিস্ফোরক উপাদান আইনে মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, নাশকতামূলক কর্মকান্ডের জন্য এসব ককটেল মজুদ করে রেখেছিল তারা। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন