Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাঈমের ঝড়ো ফিফটি

বঙ্গবন্ধু বিপিএল : চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করছে রংপুর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ২:৩৫ পিএম | আপডেট : ২:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর, ২০১৯

 

শুরুটা হয়েছিল ধীর। সময় নিয়ে হাত খুলেছেন মোহাম্মদ নাঈম শেখ। বাংলাদেশি তরুণ এই ওপেনারের ঝড়ো ফিফটিতে শুরুর ধাক্কা সামলে উঠেছে রংপুর রেঞ্জার্স। 

এদিন চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ দলে ফিরে বল হাতে ছিরেন দুর্দান্ত। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ দিয়ে পেয়েছেন একটি উইকেট।

১৬ ওভার শেষে সাবেক চ্যাম্পিয়নদের সংগ্রহ ৪ উইকেটে ১২৭। ৬টি চার ও ৩টি ছক্কায় ৩৯ বলে ৭৫ রান নিয়ে অপরাজিত আছেন নাঈম। তাকে সঙ্গ দিতে ক্রিজে আসা আফগান মোহাম্মদ নবির ঝুলিতে ২ রান।

টস হেরে ব্যাটিংয়ে রংপুর

মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএলের চতুর্থ দিনের খেলা।

আজ (শনিবার) দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর রেঞ্জার্সকে।

২ ওভার শেষে কোনো উইকেট না হারানো রংপুরের সংগ্রহ ১২। ৮ রান নিয়ে ব্যাট করছেন আফগান মারমুখি ওপেনার মোহাম্মদ শেহজাদ। ৫ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন তরুন বাংলাদেশি ওপেনার মোহাম্মদ নাঈম।

একই ভেন্যুতে ঢাকা প্রথম পর্বের শেষ ম্যাচে আজ সন্ধ্যা সোড়ে ৬টায় মুখোমুখি হবে ঢাকা প্লাটুন-সিলেট থান্ডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ