Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে এনআরসি আতঙ্কে বাংলাভাষীদের অনেকেই বাংলাদেশ সীমান্তে,মহেশপুর সীমান্তে আটক ৬

দক্ষিণ-পশ্চিম সীমান্ত থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১:০৯ পিএম

ভারতে এনআরসি আতঙ্কে বাংলাভাষীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ছেন। কী করবেন ভেবে পাচ্ছেন না অনেকে। অনেকে আবার বাংলাদেশ সীমান্তের দিকে ছুটছেন। কেউবা কাগজপত্র যোগাড়ের ব্যবস্থা করছেন। গত একমাস ধরে বিভিন্ন সীমান্তপথে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে। রোববারও ঝিনাইদহের মহেশপুর সীমান্তপথে ৬জনের অনুপ্রবেশ ঘটে। বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় হস্তান্তর করেছে।
আমাদের ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি । এনিয়ে বিজিবির হিসাব মতেই ডিসেম্বর মাসে ৬১ জনকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ঝিনাইদহ মহেশপুর উপজেলার সস্তার বাজার এর সামনে রাস্তার উপর হতে (ভৈরবার নিকট) অবৈধ অনুপ্রবেশকারী বাংলা ভাষাভাষী ০৩ জন, নারী-০১ জন এবং অপ্রাপ্ত বয়স্ক-০২ জন মোট ০৬ জনকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে গমন করেছিল। আটককৃত ০৬ জন অনুপ্রবেশকারীদেরকে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ