Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে জেলা পুলিশের মতবিনিময়

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ তাদের কর্মসংস্থান বিষয়ে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও আলোর পথের সংগঠনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন গতকাল রোববার পুলিশ সুপার অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী মো. ছোয়াইব এতে সভাপতিত্ব করেন। অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমান, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী সাদেকা সুলতানা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত, আলোর পথের সেক্রেটারি হেমায়েত উদ্দিন হিমু, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, নলছিটি মডেল সোসাইটির চেয়ারম্যান আবদুল কুদ্দুস তালুকদার এবং ব্র্যাক, ডাক দিয়ে যাই, প্ল্যান ইন্টারন্যাশনাল ও কোডেক প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ তাদের কর্মসংস্থানের লক্ষে জেলা পুলিশের তত্বাবধানে আলোর পথে নামক সংগঠনটি পরিচালিত হচ্ছে। পুলিশ সুপার এর প্রধান উপদেষ্টা। সভায় সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ