Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধু বলতেন পাটের টাকায় ইসলামাবাদ গড়ে উঠেছে: রাশেদ খান মেনন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ২:২৮ পিএম

‘দেশ স্বাধীন হওয়ার আগে পরে বঙ্গবন্ধু তার বক্তব্যে বারবার পাট শিল্পের কথা বলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনে তিনি বলতেন পাটের টাকায় ইসলামাবাদ গড়ে উঠেছে। কিন্ত দেশ স্বাধীন হওয়ার ৪৮ বছর পর পাট শ্রমিকদের আন্দোলন করতে হচ্ছে। এটা মোটেই গ্রহণযোগ্য বিষয় নয়।’- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেছেন।


আজ সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মেনন বলেন, সরকার পাটের বিষয়ে আন্তরিক তবে আমলা ও পুঁজিপতিদের কারণেই শ্রমিকদের স্বার্থ উদ্ধার হচ্ছে না। তবে শ্রমিকদের স্বার্থ রাষ্ট্রীয় স্বার্থেই দেখতে হবে।

এসময় দৈনিক সংগ্রাম পত্রিকায় কাদের মোল্লাকে শহীদ লেখার বিষয়ে তিনি বলেন, সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ বিশাল হেডিং দিয়ে একসময় আমার (মেনন) ফাঁসির দাবি জানিয়েছিল।সেসময় আমি মামলা করেছিলাম। তার তিন মাস সাজাও হয়েছিল। এবার সেই লোকই এমন দৃষ্টতা দেখিয়েছেন, এটা নিঃসন্দেহে রাষ্ট্রদ্রোহিতা।

এসময় তার সঙ্গে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ