একদিকে বন্যা অপরদিকে করোনার আঘাত বাড়ছে সিলেটে !
সিলেটে চলমান ভয়াবহ বন্যার মাঝেও বেপরোয়াভাবে ছড়াচ্ছে প্রাণঘাতি করোনা ভাইরাস। গত দুই বছর টানা দাপটের পর সিলেটে অনেকটা নিরব ছিলো ভাইরাসটি। হঠাৎ বেড়েছে করোনার সংক্রমণের
শাহসূফী সৈয়দ গোলামুর রহমানের পুত্র সৈয়দ আবুল বশর মাইজভা-ারীর বার্ষিক ওরশ ও খলিফা সম্মেলন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়ার উদ্যোগে গত সোমবার মাইজভা-ার দরবারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, মাইজভা-ারী ত্বরীকা ও দর্শনে বিশ্বের সকল ধর্ম সম্প্রদায়ের মানুষের ঐক্য ও সম্প্রীতির সঙ্গে বসবাসের দিক নির্দেশনা রয়েছে। নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির জাগরণ সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল-হাসানী, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল-হাসানী। আলোচনায় অংশগ্রহণ করেন মইনুদ্দীন আহমদ মাইজভা-ারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, আনজুমান কেন্দ্রীয় সহ-সভাপতি কবীর চৌধুরী, সাধারণ সম্পাদক আলমগীর খান মাইজভা-ারী, মাওলানা রুহুল আমীন ভুঁইয়া চাঁদপুরী, মনির হোসেন, মাওলানা বাকের আনসারী, মাওলানা নঈম উদ্দীন, আব্দুল মান্নান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।