Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সর্বোচ্চ ভ্যাটদাতা আবুল খায়ের গ্রুপের ২ প্রতিষ্ঠান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং এবং আবুল খায়ের ট্যোবাকো ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদানকারী হিসাবে যথাক্রমে চট্টগ্রাম ও ফেনী জেলা থেকে সম্মাননা পেয়েছে। সম্প্রতি চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনভেনশন হলে এবং কুমিল্লার বার্ডে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯ উদযাপন অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার এনামুল হক। কুমিল্লায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআরের সদস্য মোহাম্মদ গোলাম নবী। বিশেষ অতিথি ছিলেন বার্ড মহাপরিচালক মো. শাহজাহান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ