Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মরহুম হযরত মাওলানা শামছুল হক সাহেবের জীবনাদর্শের উপর বিশেষ আলোচনা ও ছওয়াব রেছানী কাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৮:১১ পিএম | আপডেট : ৮:২৫ পিএম, ১৯ ডিসেম্বর, ২০১৯

মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমে মরহুম হযরত মাওলানা শামছুল হক সাহেবের জীবনাদর্শের উপর বিশেষ আলোচনা ও ছওয়াব রেছানী আজ

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সহ-সভাপতি, গুলশান সেন্ট্রাল মসজিদের সম্মানিত সাবেক খতিব ও ইমাম, উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, শামছাবাদ দরবার শরীফ গজীপুর এর পীর সাহেব, দেশ বরেণ্য আলেমেদ্বীন, মুর্শিদে সাদিক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শামছুল হক সাহেবের রূহের মাগফিরাত কামনায় দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র পেশাজীবি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কার্যালয় মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে আজ শুক্রবার বাদ মাগরীব এক ছওয়াব রেছানী, ওয়াজ ও মরহুমের জীবনাদর্শের উপর বিশেষ আলোচনা সভার আয়োজ করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন, সভাপতিত্ব করবেন জামিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব ও শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় পার্টির সাবেক মহাসচিব জনাব আলহাজ্ব এ বি এম রুহুল আমীন হাওলাদার। ওয়াজ ও আলোচনা পেশ করবেন, আলহাজ্ব মাওলানা কবি রূহুল আমীন খান- সিনিয়ার সহ-সভাপতি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও নির্বাহী সম্পাদক দৈনিক ইনকিলাব, আলহাজ্ব মাওলানা ইউনুস আল-আযহারী- সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসা, মাওলানা সৈয়দ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী- অধ্যক্ষ জামেয়া কাশেমিয়া নরসিংদী, মাওলানা নূরুল আমীন আতেকী- খতিব মিরপুর আন্নূরী জামে মসজিদ, মাওলানা আব্দুল বাতেন- সাবেক জমিয়াত ওয়ার্কিং কমিটির সদস্য, মাওলানা আব্দুর রহমান বেলাসী- সাবেক জমিয়াত স্ট্যান্ডিং কমিটির সদস্য, মাওলানা আব্দুর রাজ্জাক- অধ্যক্ষ তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদরাসা, মাওলানা আনোয়ার হোসাইন মোল্লাহ্- অধ্যক্ষ উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসা, মাওলানা ইমাম উদ্দীন আত্তারী, মাওলানা এজহারুল হক, অধ্যক্ষ মোহাম্মাদপুর গাউছিয়া কামিল মাদরাসা, ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ- অধ্যক্ষ মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসা। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে মরহুম হযরত মাওলানা শামছুল হক সাহেবের মুরিদান, ভক্ত, কাশেকীনগণ আয়োজিত মহতী মাহফিলে অংশ নিবেন। সবশেষে মরহুম পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমান। আয়োজিত ছওয়াব রেছানী, ওয়াজ ও মরহুমের জীবনাদর্শের উপর বিশেষ আলোচনা সভায় মুরিদান, মুহিব্বীন, ভক্ত, কাশেকীনগণসহ সকল ধর্মপ্রাণ মুসলামন ভাই বোনদের শরীক হওয়ার জন্য আয়োজক কমিটি বিশেষভাবে অনুরোধ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ