জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের শীতবস্ত্র বিতরণ

দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ইসলামের সেবায়
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল ৩টা ১০ মিনিটে পতাকা তুলে এবং পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
শুক্রবার সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। আর আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন এ রাজনৈতিক দলটির সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা।
সম্মেলন ঘিরে হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়েছেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। দলটির এবারের সম্মেলনে সাড়ে সাত হাজার কাউন্সিলর রয়েছেন। ২০ হাজারের মতো ডেলিগেটস অংশ নিয়েছেন। এছাড়া দলের নেতাকর্মী, সমর্থকসহ প্রায় ৫০ হাজারের বেশি অতিথি সমবেত হয়েছেন সম্মেলনস্থলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।