Inqilab Logo

ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭, ১৮ রবিউস সানি ১৪৪২ হিজরী

চার বছর পর সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা কেয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দীর্ঘ চার বছর পরে সিনেমার শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা কেয়া। ইয়েস ম্যাডাম নামের নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। কেয়া বলেন, সিনেমাটির গল্পের প্রেক্ষাপট এবং নিজের চরিত্র সবকিছু পারফেক্ট মনে হচ্ছে। এখানে আমি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। অনেক ভালো লাগছে শুটিং করতে। সিনেমাটিতে দেখা যাবে সমাজে মাদক ও নানা অবক্ষয়ের বিরুদ্ধে লড়তে দেখা যবে কেয়াকে। সমাজকে বদলে দিতে সবসময় সচেষ্ট থাকেন। রকিবুল ইসলাম রাকিব পরিচালিত এতে কেয়া ছাড়াও অভিনয় করছেন শিপন, অমিত হাসান, আমিন খান, রেসি, আমান রেজা, রেবেকা প্রমুখ। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লা জহির বাবু। নির্মাতা জানান, সাভারস্থ ডিপজলের বাড়িতে সিনেমাটির একটানা শুটিং চলবে জানুয়ারি ১০ তারিখ পর্যন্ত। সিনেমাটি নির্মিত হচ্ছে টুংগীপাড়া চলচ্চিত্রের ব্যানারে। প্রযোজনা করছেন মো. মিটু সিকদার। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন