Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আওয়ামী লীগের কমিটি গঠন: নেটিজেনদের শুভেচ্ছা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ৪:২৯ পিএম

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে দলের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে টানা নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এছাড়াও অন্যান্য পদসহ দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগের এই নতুন কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নেটিজেনরা।

মো. পিয়েল শাহ্ তার ফেইসবুকে লিখেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!! ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগের পুনঃ নির্বাচিত সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং পুনঃ নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরকে। রইলো মুজিবীয় শুভেচ্ছা !!!’

‘অনেকে ভেবেছিলো আওয়ামী লীগ এবার একজন অসাধারণ সম্পাদক উপহার দেবেন। সেই সব গুজবকে বেল না দিয়ে আবারো সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের সাহেবই থাকলেন।’ - আসাদ ইসলামের মন্তব্য।

আকরামুল বারী লিখেন, ‘দেশের অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন।’

‘কমিটিতে নতুন কোন চমক নেই। শুধু শুধু কাউন্সিল করার কি দরকার ছিলো? ঘোষণা দিয়ে দিলেই তো হতো। তাহলে এই শীতের মধ্যে নেতাকর্মীদের কষ্ট করে ঢাকা আসতে হতো না।’ - লিখেছেন আজিজুর রহমান।

শাজাহান খানকে সভাপতিমণ্ডলীর সদস্য করায় ক্ষোভ প্রকাশ করে নীরা হক লিখেন, ‘এত কিছুর পরেও শাজাহান খানকে সভাপতিমণ্ডলীর সদস্য কেন করা হলো? আওয়ামীলীগে কি নেতার অভাব পরেছে?’

‘মাননীয় প্রধানমন্ত্রীকে সভাপতি পদে পেয়ে আমরা আপ্লুত। আশা করছি ওবায়দুল কাদের আবারও সাধারণ সম্পাদক হয়ে আগামী তিন বছর দলকে আরও সুসংগঠিত করবেন। অভিনন্দন কমিটির সকলকে।’ - লিখেন রেজাইল করিম রনি।

শেখ হাসিনাওবায়দুল কাদের ছবি শেয়ার করে রাসেল মোল্লা বাধন লিখেন, ‘অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। নিরন্তর ভালোবাসা ও শুভ কামনা রইলো প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য।’



 

Show all comments
  • Miah Muhammad Adel ২১ ডিসেম্বর, ২০১৯, ৫:৪৫ পিএম says : 0
    Congratulations!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ