মুজিববর্ষে সুন্দরগঞ্জে ২৭২ পরিবার পাচ্ছেন সেমিপাকা ঘর

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজাবুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বেতনা সীমান্ত দিয়ে আরও কয়েক জনের সঙ্গে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন রেজাবুল। এ সময় বিএসএফের গুলিতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার সময় মারা যান তিনি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিপুর উপজেলা ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম এ তথ্য জানান। নিহত রেজাবুল উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামে। বাবার নাম বদরুল ইসলাম।
বিজিবি জানায়, রোববার ভোরে হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে য়ায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন অন্যরা পালিয়ে আসতে পারলেও রেজাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।