Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৪৯তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতরের আয়োজনে গতকাল ২৩ ডিসেম্বর স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। সৈয়দপুর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহানা ইয়াসমীন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর শহরের আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জাতীয় স্কুল, মাদরাসা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আজিজুল বারী বসুনিয়া। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক প্রামানিকসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ছিলেন। আগামী ২৯ ডিসেম্বর ৪৯তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রীড়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ