Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ২:১৯ পিএম

উত্তর সিরিয়ার রাক্কায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে। মৃত ৮ জনের মধ্যে একজন মহিলা এবং একটি শিশুও রয়েছে। সোমবার তুর্কির প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানা গিয়েছে।
সিরিয়া এই বিস্ফোরণের দায় চাপিয়েছে কুর্দিস বাহিনীর উপর। যারা চলতি বছর তুর্কি সামরিক বাহিনীর অভিযান চালানোর আগে সিরিয়ার শহর নিয়ন্ত্রণ করত বলে জানা গেছে।
অন্যদিকে, সিরিয়ার একটি রেডিও স্টেশন জানিয়েছে, ঘটনাস্থলে প্রায় ২০ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রস আল-আইন থেকে কিছুটা দূরে আরেকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও সেই বিস্ফোরণে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ